কাব্য কবির

  ১৪ ডিসেম্বর, ২০১৯

লাল সবুজের পতাকা

লাল-সবুজের পতাকাতে বিজয়ের ছবি আঁকা,

লক্ষ লক্ষ দামাল ছেলের তাজা রক্ত মাখা।

এই পতাকায় মিশে আছে শহীদদের হাসি,

এই পতাকা পেয়ে আমরা সুখ সাগরে ভাসি।

এই পতাকার জন্য এক দিন হলো রক্তের নদী,

খালে, বিলে রক্ত ভাসল, ভাসল হাজার গদি।

এই পতাকার জন্য মায়ে হারালো দামাল ছেলে,

এমন কাহিনি ইতিহাসে আর না কোথা মেলে।

এই পতাকা বাতাসেতে ঢেউ তুলে যে নাচে,

এই পতাকায় মিশে যেন শান্তির বাণী আছে।

এই পতাকার জন্য জীবন দিয়েছিল যারা,

ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close