হামীম রায়হান

  ১৪ ডিসেম্বর, ২০১৯

শহীদের স্মৃতি

লাখো শহীদের প্রাণে

কেনা স্বাধীনতা,

নয়টি মাসের যুদ্ধ সে তো,

নয়তো সহজ কথা!

আকাশ ছিল মেঘে ঢাকা,

বৃষ্টি ছিল লাল!

লাল ছিল ঐ নদীর জল,

আর সাগর, ডোবা, খাল।

অত্যাচারী পাক বাহিনীর

হায়নাগুলো হেসে,

লাশের পাহাড় গড়ল তারা

সবুজ শ্যামল দেশে!

এই মাটিতে আজও আছে

সেই শহীদের স্মৃতি,

তাদের নামে শ্রদ্ধা রেখে

আজকে লেখার ইতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close