নজরুল বাঙালী

  ০৭ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ প্রেম

ওরে নবীন ওরে প্রবীণ

কোথায় আছিস বল,

দেশ গড়ার শপথ নেব

সামনে এগিয়ে চল।

বাংলা আমার জন্মভূমি

বাংলায় বলি কথা

এমন সোনার দেশ পৃথিবীর

খুঁজে পাবে কোথা।

ফলে ফুলে ভরে আছে

এমন সোনার দেশ,

যতই দেখি মন ভরে না

নেইকো রূপের শেষ।

ষড়ঋতু স্বপ্ন দোলায়

সবুজ শ্যামল গাঁয়

শান্ত নদীর নায়ের মাঝি

ভাটিয়ালি গান গায়।

কৃষাণীরা মনের সুখে

গায় যে হরেক গান

আনন্দে হিল্লোলে ভারা

বাংলা মায়ের প্রাণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close