রুহুল আমিন রাকিব

  ৩০ নভেম্বর, ২০১৯

শীতের সকাল

শীতের সকাল শিশির পড়ে

কলাপাতায়, নদীর জলে

পাখির নীড়ে, মাঠের বুকে

পথের ধারে, তাঁবুর তলে।

শহর গাঁয়ে, দালানকোঠায়

টিনের চালে, ছনের ঘরে

কাছে দূরে, সবটা জুড়ে

সাদা সাদা ধোঁয়া উড়ে।

কুমড়ো ফুলে, কলমি লতায়

প্রজাপতির রঙিন ডানায়

ভীষণ শীতে বুকটা কাঁপে

রোদ্দুর খুঁজে ছাগলছানায়।

খোকাখুকি বায়না ধরে

নানান পিঠা খেজুর রসে

শীতের সকাল শহর গাঁয়ে

পিঠাপুলির মেলা বসে।

সরষে খেতে ভ্রমর উড়ে

শীতের সকাল মুগ্ধ করে

রবির কিরণ আসলে পরে

দূর্বাঘাসে মুক্তা ঝরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close