স্বপন শর্মা

  ৩০ নভেম্বর, ২০১৯

হেমন্তের সন্ধ্যা

সিদ্ধ ধানের ধোঁয়া;

গা শুকাতে অঘ্রাণ মাসের সূর্যটা যায় খোয়া

নতুন ধানের মুড়কি হলো নতুন স্বাদের মোয়া।

ডেচকি ভরা পায়েশ;

সকাল সাঁঝে বসে বসে খেয়ে করছে আয়েশ

ঢেঁকুর তুলে বলছে বুড়ো মিঠল মনের খায়েশ।

রসে ভরা হাঁড়ি;

খেজুরগাছের গলা থেকে নামল তাড়াতাড়ি

রসের আশায় ছেলে বুড়ো দাঁড়ায় সারি সারি।

পায়েশ পিঠার গন্ধে;

শীতল বায়ু সঙ্গে নিয়ে এলো হিমেল সন্ধে-

কোনটা ছেড়ে কোনটা খাবে পড়ল ভীষণ দ্বন্দ্বে।

আমার পাড়া গাঁয়;

এসব নিয়ে ঘরে বাইরে ব্যস্ত সকল তাই-

পুঁথি পাঠের আসর জমে হেমন্তের সন্ধ্যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close