সাহিদা সাম্য লীনা

  ১৬ নভেম্বর, ২০১৯

নবান্নের সুখে

নতুন ধানে হেসেছে কৃষক

বাংলার ঘরে ঐ।

গন্ধে আকুল খুশির জোয়ার

সেই দিনটি গেল কই?

সোনালি রঙে আবির মাখে,

শ্যামল দেশের মায়ায়,

নবান্নের সুখে আর হাসে না,

রঙিন রুমাল বোনায়।

কৃষক এখন আগের মতো

গান ধরে না অমন করে।

সেই দিনটি গেল চলে,

মাটির আঁধার ঘরে।

বছর ঘুরে তবু চলে এলো

হেমন্ত নতুন মাড়া ধানে।

বাঁশরিয়া বাঁশির সুর দেখি না,

বধূ আসে কোন টানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close