মহিউদ্দিন বিন্ জুবায়েদ

  ১৬ নভেম্বর, ২০১৯

ফুলখুকি

সকালবেলা পূর্বাকাশে

সূর্য দেয় উঁকি,

শিশির ভেজা দূর্বাঘাসে

ফুল তুলে এক খুকি।

শীতের সকাল কুয়াশাতে

মিঠে রোদের আলো,

মনটা খুকির ফুরফুরে

দিন চলে যায় ভালো।

হলুদ বরণ ধানের পাতায়

জল টুপ টুপ জল,

খুকির মনে স্বপ্নেঘেরা

দুচোখ টলমল।

ফুলখুকি তো ফুল কুড়ায়

হেমন্তের ভোরে,

মনের ডানায় ভর করে

আকাশ নীলে উড়ে।

ফুলের মায়া দেশের মায়া

হৃদয়জুড়ে থাকে,

মনের কলম ভোরের বেলা

দেশের ছবি আঁকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close