আরিফ হোসেন সবুজ

  ০৯ নভেম্বর, ২০১৯

নবান্ন

নতুন ধানের পিঠা খেয়ে

হয় যে রঙিন মুখ,

নবান্নতে কারো মনে

থাকে না তো দুখ।

সবাই মিলে আনন্দেতে

গায় সুখেরই গান,

চতুর্দিকে যায় ছড়িয়ে

পিঠা-পুলির ঘ্রাণ।

সারা গ্রামে খুশির মাতম

মুখর হলো ঘর,

ধনী-গরিব আপন সবই

নেই তো কোনো পর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close