আখতারুজ্জামান আশা

  ০৯ নভেম্বর, ২০১৯

সোনার বাংলাদেশ

আহা! বেশ বেশ বেশ

নেইকো রূপের শেষ,

সে যে আমার জন্মভূমি

সোনার বাংলাদেশ।

চারদিকে রূপেরছটা

পাখির হরেক গান

জুঁই-চামেলি চাঁপার গন্ধে

জুড়ায় মনঃপ্রাণ।

উদাস মনে বাউল গানে

দোলায় মাথার কেশ,

আউলা কেশে বাউল বেশে

মনে দুলায় বেশ।

পাহাড়-ঝরণা বিলায় মনে

আনন্দ আমেজ,

নদী-সাগর, বিলে-ঝিলে

জোছনা মাখা তেজ।

দেখবি যদি আয়রে তোরা

আয়রে ছুটে আয়,

আমার দেশে মাঝি ভাইয়ে

পাল তুলে যায় নায়।

সোনার দেশে ফলাই সোনা

সোনায় গড়ি দেশ,

সে যে আমার জন্মভূমি

সোনার বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close