হামীম রায়হান

  ০৯ নভেম্বর, ২০১৯

হেমন্তের ছন্দ

হেমন্তেরি লিখব ছড়া

ছন্দ খুঁজি তাই,

ছন্দ গেল পাকা ধানে,

আর তো মাথায় নাই।

কাকতাড়ুয়ার হাসির মাঝে

ছন্দ আমি খুঁজি,

হালকা শিশির ছন্দে বলে,

‘নাও চোখটা বুজি।

নতুন পিঠার মাঝে খুঁজি

আমি ছড়ার ছন্দ,

আকাশ মাটি এক হয়েছে,

করছে আনন্দ!

ছন্দ খুঁজে গেলাম আমি

খেয়া নাওয়ের ঘাট,

ছন্দ বুঝি ঘাটের মাঝি

আর সর্ষের মাঠ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close