আরিফ হোসেন সবুজ

  ০২ নভেম্বর, ২০১৯

হেমন্ত

হেমন্তেরই সকালবেলায়

শিশিরকণা ঝরে

একটুখানি শীতও যেনো

মধ্যরাতে পড়ে।

কৃষক এবং কৃষাণীদের

মুখে ফোটে হাসি,

পিঠা-পুলির ঘ্রাণ ছড়িয়ে

পড়ে রাশি রাশি।

বিকালবেলায় সূর্য-ডোবা

লাগে খুবই ভালো,

রাতের বেলায় চাঁদ মামাটা

দেয় ছড়িয়ে আলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close