জাকির আজাদ

  ০২ নভেম্বর, ২০১৯

অরণ্যের হাসি

(নাফি ইবনে হোসেন অরণ্যকে)

এই হাসিটা ভুবন জোড়া

এই হাসিটা সুখের,

এই হাসিটা দেয় ভুলিয়ে

যত কথা দুখের।

এই হাসিটা আকাশছোঁয়া

চাঁদ-বদনী মুখের,

এই হাসিটা নেয় কেড়ে নেয়

ভালোবাসা বুকের।

এই হাসিটা শান্তির পরশ

সুবাস যেন ফুলের,

এই হাসিটা দেয় ভেঙে দেয়

শক্ত প্রাচীর ভুলের।

এই হাসিটা নিষ্পাপ শিশুর

ভুলে ধর্ম-কুলের,

এই হাসিটার সঙ্গে হয় না

কোনো কিছু তুলের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close