সুজন মাহমুদ

  ০২ নভেম্বর, ২০১৯

বাবা যখন বৃদ্ধাশ্রমে

বয়সের ভারে দেহটা ক্রমশই যাচ্ছে ঝুঁকে

বিষাদে ভরা বিশাল ক্ষত এই বাম বুকে,

খোকা তোমায় বুকে পেলেই এ ব্যথার হবে উপশম।

ও খোকা, একবার এসে যাও না দেখে

তোমার বাবার বৃদ্ধাশ্রম।

টাকাপয়সা চাই না খোকা, চাই না আহার অন্ন

চোখের দেখা পেলেই আমি হবো চির ধন্য,

কত সোহাগ চাইলাম দিতে নিলে বড়ই কম।

ও খোকা, একবার এসে যাও না দেখে

তোমার বাবার বৃদ্ধাশ্রম।

যত দূরেই থাক তুমি আমার দোয়া আছে তোমার সঙ্গে

যেমন তোমার কোমল ছোঁয়া মিশে আছে আমার সারা অঙ্গে,

তোমার প্রতি ভালোবাসা থাকবে জনম জনম।

ও খোকা, একবার এসে যাও না দেখে

তোমার বাবার বৃদ্ধাশ্রম।

জানি তুমি অনেক ব্যস্ত নেই যে অবসর

তবু তোমার পথ চেয়ে কাটাই প্রতি প্রহর,

হয়তো এক দিন আসবে ছুটে দেখতে বুকের জখম।

ও খোকা, একবার এসে যাও না দেখে

তোমার বাবার বৃদ্ধাশ্রম।

মাটি দিতে ছুটে এসো মৃত্যু সংবাদ পেলে

হাজার হোক তুমি আমার একমাত্র ছেলে,

সইতে পারব না, কিন্তু কেঁদো না একদম।

ও খোকা, একবার এসে যাও না দেখে

তোমার বাবার বৃদ্ধাশ্রম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close