জুলফিকার আলী

  ১৯ অক্টোবর, ২০১৯

ব্যাঙের সর্দি

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

ব্যাঙের লাগল সর্দি

তাইতো সে ডাকতে গেল ঔই

পাশের ডোবায় বর্দি।

বর্দি বলে ব্যাঙের আবার

সর্দি কেমনে লাগে,

এই নিয়ে বর্দির মনেতে

নানান প্রশ্ন জাগে?

ব্যাঙ বলে খোকন সোনা সে

ভাঙে ব্যাঙের ছাতা,

তাইতো সেদিন রাতের বৃষ্টিতে

ভিজে শরীর মাথা।

হয়েছে এমন বেহাল দশা

সর্দিতে তাই ভোগে,

ছাতাহীন বৃষ্টির দিন ভিজলে

ভুগতে হবে রোগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close