আখ্‌তারুজ্জামান আশা

  ১৯ অক্টোবর, ২০১৯

স্বাগত হেমন্ত

হেমন্ততে শিশিরভেজা বৃক্ষ-লতা-ঘাসে,

মৃদু মৃদু হিমকণারা রাতের বুকে ভাসে।

মেঘবালিকা নীলাকাশে ভাসে তুলোর মতো,

চাদর মুড়ে দাদা-দাদি কাশে অবিরত।

পাহাড় খসে ঝরনাধারা পড়ছে চুয়ে চুয়ে,

ভোরবেলাতে সবুজপাতা শিশিরভারে নুয়ে।

বিলের জলে শাপলা ফোটে কলমিলতা হাসে,

মাছ শিকারে জলবায়সে ডোবে আবার ভাসে।

ফুলবাহারি ঋতুর রানি হেমন্তকাল এলো,

ভাপা গরম বিদায় দিয়ে ঠান্ডা এসে গেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close