reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৯

মন ছুটে যায়

রুহুল আমিন রাকিব

মন বসে না মন বসে না

মন বসে না পাঠে

মন ছুটে যায় নদীর কূলে

বাবার সাথে হাটে।

তপ্ত রোদে, মাঠের কোলে

এলে উদাস দুপুর

মন ছুটে যায় পাখির কাছে

আকাশটা হয় উপুড়।

সাঁঝের বেলা তারার মেলা

পড়তে বসি যখন

মন ছুটে যায় কলমি তলায়

জোনাক জ্বলে তখন।

হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়

কী সব স্বপ্ন দেখে!

ঝনঝনা ঝন নূপুর পায়ে

পরীরা দেয় এঁকে।

মন বসে না মন বসে না

কোনো রকম কাজে

কিশোর মনে কত কিছু

হঠাৎ করে সাজে!

মনের ভেতর নিত্যদিনে

কত কিছু বাজে!

বন্দি আমি বলছি ও ভাই

কিশোর বেলার মাঝে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close