reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৯

কাশফুলের হাসি

কাব্য কবির

শরৎ এলেই কাশ ফুলে

হাসে নদীর কূলে,

শীতল বাতাস পেয়ে ফুলে

হৃদয়টা দেয় খুলে।

রাতে চাঁদের জোছনা নামে

কাশফুলের ঘ্রাণে,

কাশফুল দেয় যে দোলা

অবুঝ এই প্রাণে।

কাশফুলের মিষ্টি হাসি

নীল পরীদের মতো,

চাঁদের জোছনা পড়লে হাসে

মুখটি অবিরত।

কাশফুলের হাসি দেখলে

হৃদয়ে দেয় দোলা,

শত কষ্টের মাঝেও যে

যায় না হাসি ভোলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close