reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৯

শরতের রূপ

জিল্লুর রহমান পাটোয়ারী

শরতের রূপ একি অপরূপ,

সেজেছে নানান রঙে-

প্রকৃতি পেয়েছে নবরূপ আজি,

শরত দিয়েছে বঙ্গে।

নদীর বুকে শাপলা-শালুক,

দাঙ্গায় শুভ্র কাশ-

পেখম তুলে নাচানাচি করে,

জলে চলে পাতিহাঁস

শিউলি বকুল গন্ধ ছড়ায়,

মুগ্ধ মাতাল হাওয়ায়-

রূপের বাহার বঙ্গজুড়ে,

অপরূপ তার পাওয়ায়।

ঋতুতে ঋতুতে শোভায় মোহিত,

এই বাংলাজুড়ে-

কোথাও নাইকো এমন সুন্দর,

যতই দেখো ঘুরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close