reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০১৯

শরৎ সকাল

মুহাম্মাদ আলী মজুমদার

মিষ্টি ফুলের সুবাস নিয়ে

আসে শরৎ ভোর

পাখির গানে তালের ঘ্রাণে

কাটে ঘুমের ঘোর।

টুকটুকে লাল শাড়ি পরে

সূর্য ওঠে পুবে

ঠিক তখুনি লজ্জা পেয়ে

চাঁদ-তারারা ডুবে।

শিউলি তলে দৌড়ে ছুটে

ছোট্ট মেয়ে নিকি

স্বচ্ছ জলে রবির আলো

করে ঝিকিমিকি ।

আম্মু বানায় তালের পিঠা

আয়েশ করে খাই

শিশির ভেজা ঘাসের বুকে

হাঁটতে মজা পাই।

শরৎ আনে স্নিগ্ধ সকাল

ঠান্ডা শীতল হাওয়া

শরৎকালে প্রকৃতিতে

এটাই পরম পাওয়া

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close