reporterঅনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর, ২০১৯

শরৎ শোভা

মুহাম্মাদ আলী মজুমদার

বিষ্টি বাদল কমে গেছে

চলে গেছে বর্ষা

কাল মেঘের দিন শেষ হলো

আকাশ এখন ফর্সা ।

ঝলমলে দিন, ঠা-া হাওয়ায়

জুড়াল মনপ্রাণ

নদীতীরে কাশের বনে

পাখিরা গায় গান ।

খালে বিলে থই থই পানি

ধ্যানে বসে বক-

টেংরা-পুঁটি খাওয়ার তরে

আঁকছে কঠিন ছক।

ভোর বিহানে শীতের আমেজ

গায়ে জড়াই কাঁথা

শিউলি ফুলে ছোট্ট খুকুর

হয় যে মালা গাঁথা ।

ধানের খেতে সবুজ চাদর

লাগছে ভালো খুব

শরৎ শোভা মনোলভা

তার প্রেমে দেই ডুব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close