reporterঅনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর, ২০১৯

শরৎ

খায়রুল আলম রাজু

মেঘের চাদর আকাশ নীলে

শরৎমাখা মাস ভুলে

উঠল ফুটে নদীর দুপাশ

বরফ-গলা কাশফুলে!

নীলচে আকাশ মেঘলা হয়ে

রঙের-চটায়, মেঘ জমে

উতালপাতাল পাগলা বায়ু

খেয়া-তরীর বেগ কমে।

ভোরের নতুন রবির আলো

পাতায়-পাতায়, যায় ছুটে;

এমন দারুণ! রূপের শরৎ

দেখলে গাঁয়ে আয় ছুটে...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close