আবদুস সামাদ আজিজ

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

শরৎকালে

রাত পোহালে সূর্যিমামা পুব আকাশে হাসে

টুপটুপাটুপ শিশির ঝরে সবুজ পাতা ঘাসে।

গাছের ডালে শিউলি, বকুল, শেফালি ফুল ফোটে

ফুলবাগানে মৌমাছিরা মধুর খোঁজে ছুটে।

শান্ত নদীর দুকূল জুড়ে বসে কাশের মেলা

নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা।

বাঁশের ঝাড়ে পাখপাখালি কিচিরমিচির ডাকে

রংতুলিতে শিশু-কিশোর দেশের ছবি আঁকে।

মায়ের হাতের তালের পিঠা থাকে সবার পাতে

ছেলে-বুড়ো গল্প করে জ্যোৎস্নাঝরা রাতে।

চাঁদের পাশে লক্ষ তারা যেন ফুলের ডালা

শাপলা ফুলের ডাটা দিয়ে কিশোর বানায় মালা।

মাল্লা-মাঝি ছুটে চলে পালতোলা নাও নিয়ে

ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় ময়না, শালিক, টিয়ে।

মনমাতানো এই প্রকৃতি দেখতে যদি চাও

শরৎকালে বন্ধু তুমি পল্লীগাঁয়ে যাও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close