আখতারুল ইসলাম

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

খোকার চোখে আনন্দপুর

সবুজ পাহাড় আকাশটা নীল

রাতের বেলা নীল পাহাড়ের চূড়া দেখে

আকাশ ছোঁয়া চাঁদে

নদীর জলে চাঁদের হাসি

জল থৈ থৈ ঢেউয়ের পানে

জানলা খোলে খোকা বাবু

ভূত ভেবে সে কাঁদে।

চুপটি করে চাঁদের বুড়ি

নীল সবুজের ডানায় ওড়ে

আসে খোকার ঘরে,

ভয় গেল কই,

খোকার চোখে আনন্দপুর

আলোর ঝুড়ি কুড়িয়ে নিয়ে

যতেœ রাখে ভরে।

বুড়ির সঙ্গে খেলায় মেতে

ফুল পাখি আর পাতা

খোকার চোখে ঘুম আসে না

মাথায় রঙিন ছাতা।

চাঁদের বুড়ি বাঁধতে পাড়ে

নাচতে পারে গাইতে পারে।

দেখে খোকা খল খলিয়ে হাসে,

খোকা হাসি মায়ের বুকে

সুখ অফুরান শান্তি নেমে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close