আলমগীর কবির

  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

আমার কথা

আচ্ছা খোকন,

তোমার বাসার সামনে আছে

শিউলি ফুলের গাছ?

আমার মতো তুমিও দেখো

শিউলি গাছের ডালে কোনো

প্রিয় পাখির নাচ?

আমি কিন্তু,

ভোরের বেলা জানালা দিয়ে

নিত্য চেয়ে থাকি;

ফুরুত করে যায় উড়ে যায়

মনটা কেড়ে যায় দূরে যায়,

গান যায় গেয়ে পাখি।

পেপার নিয়ে

যে ছেলেটা রোজ সকালে

করে ছুটোছুটি,

শিউলি গাছের তলায় এসে

ফুল কুড়ায় সে ভালোবেসে

আনন্দ নেয় লুটি।

আমার কেবল

ফুল কুড়াতে ভোরের বেলা

বাইরে যাওয়া মানা,

ফুলের সঙ্গে পাখির সঙ্গে

নেই তো আমার জানা।

ইচ্ছে করে ফুল কুড়িয়ে

রৌদ্র মাখি গালে

বৃষ্টি ধারায় যাই ভিজে যাই

এমন শরৎকালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close