শরতের সাদা মেঘ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
রুহুল আমিন রাকিব
শরতের সাদা মেঘ
আকাশে ভাসে
বাঁশ বনের ফাঁক গলে
চাঁদের আলো আসে।
খোকাখুকি গান গেয়ে
আনন্দে নাচে
মনের সুখে পুকুরজুড়ে
খেলা করে মাছে।
কাশফুলে ছেয়ে যায়
ভেসে ওঠা চর
মুখরি তো চতুর্দিকে
পাখিদের স্বর।
"