শরৎকালের ভোরে
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
ইমতিয়াজ সুলতান ইমরান
শরৎকালের ভোরে যখন
কূজন শুনি পাখির
আমার তখন চেতন জাগে
নিদ্রা টুটে আঁখির।
শিশিরভেজা শিউলি আমি
মনের সুখে কুড়াই
পাখির গানে ফুলের ঘ্রাণে
পরান সুখে জুড়াই।
পাখির মতো পথিক হয়ে
শরৎকালে ভোরের
মুগ্ধ হয়ে আকাশ দেখি
খিড়কি খুলে দোরের।
মেঘের ফাঁকে রয় তখনো
জেগে অনেক তারা
শুকতারাটার মিটিমিটি
হৃদয়ে দেয় নাড়া।
"