ইমতিয়াজ সুলতান ইমরান

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

শরৎকালের ভোরে

শরৎকালের ভোরে যখন

কূজন শুনি পাখির

আমার তখন চেতন জাগে

নিদ্রা টুটে আঁখির।

শিশিরভেজা শিউলি আমি

মনের সুখে কুড়াই

পাখির গানে ফুলের ঘ্রাণে

পরান সুখে জুড়াই।

পাখির মতো পথিক হয়ে

শরৎকালে ভোরের

মুগ্ধ হয়ে আকাশ দেখি

খিড়কি খুলে দোরের।

মেঘের ফাঁকে রয় তখনো

জেগে অনেক তারা

শুকতারাটার মিটিমিটি

হৃদয়ে দেয় নাড়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close