মোজাম্মেল সুমন

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

শরৎ এসেছে

শরৎ সকাল সূর্য উদয় পরম

স্নিগ্ধতার অপারলীলা কায়া,

মিষ্টিমাখা রোদের আলো নরম

সূর্যাস্তে ঠিক সোনা রূপের মায়া।

ঋতুচক্রে শরৎ আসে হেঁটে

সোনালি পাট শুকায় রোদের ভাদ্র,

গেছে বর্ষার বিষণœতা কেটে

তাই শরতের শাসন শুরু মাত্র।

অপরূপা সাদা মেঘের বলন

ঐ কিশোরী মুখ লুকায় লাজে,

উচ্ছ্বসিত শরৎ রূপের চলন

নীলচে আকাশ তাই বাহারি সাজে।

মাছরাঙার ধ্যান দেখি পুকুরপাড়ে

দিঘির জলে শাপলা পদ্ম ফোটে,

রোদ্দুরের খেলায় দুপুর বাড়ে

নদীর জলে পুঁটিমাছ যে ছোটে।

হিন্দুসমাজ আনন্দ পায় ফিরে

শারদীয় দুর্গাপূজা চলে,

সন্ধ্যায় সোল্লাস মন্দিরে বা নীড়ে

পবিত্রতার কথা শরৎ বলে।

শরৎকালে কাশফুল দারুণ নাচে

হাসি ফোটে সব মানুষের মুখে,

রাতের জ্যোৎস্নায় পুরনো স্বপ্ন যাচে

শরৎ মানে বেঁচে থাকা সুখে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close