মোহাম্মদ নূর আলম গন্ধী

  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

শরতের রূপ

শরতেরই রূপটা দেখে

হই যে উদাস খুব

মধুমাখা আবেশটা কে

লাগে অপরূপ!

মৃদু-মন্দ বাতাসেতে

দোলে সাদা কাশ

মাঠে-মাঠে কৃষাণ ছুটে

করে আমন চাষ।

নদীর বুকে করে খেলা

পানকৌড়ির দল

বনে বনে হাজার পাখি

করে কোলাহল।

সাদা মেঘের আনাগোনা

ঝিকিমিকি রোদ

আলো-ছায়া করে খেলা

আহা! কী অদ্ভুত!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close