আনীসুল মুরসালীন

  ৩১ আগস্ট, ২০১৯

শরৎ আসে

সবুজ-শ্যামল ছায়াঘেরা

ছয়ঋতুর এই দেশে,

বর্ষা শেষে শরৎ আসে

মনমাতানো বেশে।

টলমলিয়ে ছোটে তখন

নদীনালার পানি,

নানারকম ফুলের ঘ্রাণে

ভরে হৃদয়খানি।

সফেদ রঙের মেঘের ভেলা

দূর আকাশে ভাসে,

সূর্যের আলোয় সবুজরা

দাঁতকেলিয়ে হাসে।

নদীর ধারে কাশবাগানে

পড়ে দারুণ সাড়া,

শরতকালের প্রকৃতিটা

সত্যি নজরকাড়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close