সামিমা বেগম

  ২৪ আগস্ট, ২০১৯

আগস্ট এলে

আগস্ট এলে সবার মনে

জাগে ব্যথার ঢেউ,

রাসেল স্মৃতি ভুলতে পারে

এমন আছে কেউ?

ঘুম জড়ানো ছোট্ট রাসেল

চোখটি খুলে চায়,

শব্দ শুনে ভয়ে ভয়ে

ঘরের বাহির যায়।

চতুর্দিকে শত্রুসেনা

দাঁড়িয়ে আছে ঠায়,

ছোট্ট রাসেল বললো কেঁদে

মাকে দেখতে চায়।

মীরজাফরের বংশ যত

রক্তে খেলে হোলি,

দেয়নি তারা কাউকেও ছাড়

এমনকি ফুলকলি।

সীমার যেন আসলো নেমে

রাসেলেরই কাছে,

পাষন্ডরা খুন পিয়ে সব

উলঙ্গ নাচ নাচে।

বাঁচার আশায় কাঁদে রাসেল

জড়িয়ে তাদের পা

নিঠুর ওরা বুলেট মেরে

ঝাঁঝরা করে গা।

আজও কাঁদে আকাশ-বাতাস

আগস্টেরেই মাসে,

অজর স্মৃতি ক্ষণে ক্ষণে

চোখের জলে ভাসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close