রুহুল আমিন রাকিব

  ২৪ আগস্ট, ২০১৯

মুজিব মানে

মুজিব মানে সোনার বাংলা

ফসলের বুকে হাসি

পাখির কণ্ঠে মুক্ত হাওয়ায়

মিষ্টি মধুর বাঁশি!

মুজিব মানে একটি দেশের

জন্ম পিতার গল্প

হাজার কথায় বললে তাও

বলা হবে অল্প।

মুজিব মানে দেশের জন্য

মহান সেই সে ভাষণ

রাজপথে নামলো সবাই

পাকি ছাড়লো আসন।

মুজিব মানে বিশ্ববুকে

অমর ইতিহাস

বাংলা কাঁদে হাহা কারে

এলে আগস্ট মাস।

মুজিব মানে বাংলাদেশের

আলোয় মাখা রবি

খোদার দাওয়া জাদুর কণ্ঠে

স্বাধীনতার কবি।

মুজিব মানে এ দেশ মাটি

ফুল ফসলের হাসি

রূপকথা নয়, সত্যি কারের

স্বাধীন দেশের বাঁশি।

মুজিব মানে ভুল দেশেরি

জন্মদাতা পিতা

আপন স্বার্থে মারল ওরাই

ভাবতো যাদের মিতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close