জয়নব জোনাকি

  ১৭ আগস্ট, ২০১৯

বৃষ্টি নামে

তীব্রদাহে পুড় যখন

মানুষ, পশুপাখি,

মনেপ্রাণে বৃষ্টি দিতে

রবকে তখন ডাকি।

চারদিকে ডাক কোনো যায়

ত্রাহিত্রাহি স্বরে,

দাও না প্রভু! বৃষ্টি দিয়ে

তপ্তজমিন ভরে।

বৃষ্টি আসে আকাশ থেকে

প্রভুর হুকুম নিয়ে,

ধূসর ভূমি সজীব করে

হিমেল পরশ দিয়ে।

বৃষ্টি নামে ভুবন জুড়ে

পাহাড়ি কোল বেয়ে,

বিশ্বাসী মন তাসবিহ পড়ে

রবের দয়া পেয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close