জাকির আজাদ

  ১৭ আগস্ট, ২০১৯

জোহার ছড়া

জোহা নাচে ফুল বাগানে

নূপুর তোলে ছন্দ,

ফুলের মধ্যে মিষ্টি মধুর

আছে অঢেল গন্ধ।

সকাল থেকে চৌদিক ছড়ায়

হাওয়ায় মৃদুমন্দ,

জোহার প্রাণে খুব আনন্দ

নাওয়া খাওয়া বন্ধ।

রৌদ্রে জোহার রূপার নূপুর

ঝিলিক দেয় স্পষ্ট,

মধুর জন্য মৌমাছি সব

করছে পরাগ দষ্ট

তবু ফুলেরা দুলছে খুব

হয়নি হাসি নষ্ট,

জোহার মনে নেই অভিমান

কোনো দুঃখ-কষ্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close