আলাউদ্দিন হোসেন

  ০৩ আগস্ট, ২০১৯

বৃষ্টিমাখা বর্ষা

বর্ষাজুড়ে বৃষ্টি নামে

আহারে কী রূপ

ঘন বৃষ্টির ছোঁয়া পেয়ে

প্রকৃতি যেন চুপ।

অঝোর ধারায় বৃষ্টি ঝরে

বর্ষা সদা হাসে

বৃষ্টি ভিজে খেয়া মাঝি

নৌকা নিয়ে ভাসে।

ভরা গাঙে বৃষ্টি ফোঁটা

আহারে কী হাসি

বৃষ্টিমাখা বর্ষা দেখে

কদম বাজায় বাঁশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close