মোহাম্মদ নূর আলম গন্ধী

  ২০ জুলাই, ২০১৯

বর্ষা

কদম কেয়া কামিনি ও

ফুটেছে যে বকুল

অথৈ জলে উঠছে ভরে

নদ-নদীরই দুকূল।

জুঁই চামেলি হাসনাহেনা

ছাতিম বনে আজ

পাই খুঁজে পাই সেথায়ও যে

নিত্যনতুন সাজ।

ঝম ঝমাঝম বৃষ্টি ঝরে

রিনিঝিনি ছন্দে

মনটাতে আজ রং লাগে খুব

শত ফুলের গন্ধে!

বর্ষামুখর এমন দিনের

তুলনা যে নেই

বারে বারে দেখি ফিরে

আহ! তারই রূপকেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close