মিনহাজ উদ্দীন শরীফ

  ১৩ জুলাই, ২০১৯

আষাঢ় এলে

আষাঢ় এলে বৃষ্টি নিয়ে

নদী-নালা ভরতে;

সূর্য্যমিামা সকাল-দুপুর

লুকোচুরি করতে।

রাস্তাঘাট আর অলিগলি

কাদায় মাখামাখি;

বৃষ্টির দিনে একলা ঘরে

ছবি আঁকাআঁকি।

ছাতা হাতে নৌকা দিয়ে

হাট-বাজারে চলা;

বৃষ্টির দিনে ছন্দে ছন্দে

প্রকৃতির গান বলা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close