কবির কাঞ্চন

  ১৩ জুলাই, ২০১৯

কোলাব্যাঙে নাচে

বৃষ্টি পড়ে ঘরের চালে

বৃষ্টি পড়ে গাছে

বৃষ্টি ফোঁটার শব্দ শোনে

কোলাব্যাঙে নাচে।

কোলাব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর

সমীরণে ভাসে

সেই সুরকে ধরকে এবার

খোকা ছুটে আসে।

ঘরের কোনায় কোলাব্যাঙে

মুখ লুকিয়ে হাসে

সেই হাসিকে কিনতে গিয়ে

খোকাসোনা ফাঁসে।

আগের মতন হাসে না ব্যাঙ

যেই না থামে বৃষ্টি

জোরেশোরে বৃষ্টি পেতে

পাগলপারা সৃষ্টি।

খানিক পরে বৃষ্টি নামে

ঝিরিঝিরিয়ে যখন

কোলাব্যাঙের নাচন দেখে

খোকা হাসে তখন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close