পঞ্চানন মল্লিক

  ১৩ জুলাই, ২০১৯

গ্রাম শহরের বর্ষাকাল

আষাঢ় মাস বর্ষাকাল,

গ্রামের রাস্তার কী যে হাল।

ঠিকমতো যায় না চলা,

স্কুলে যেতে তবু বলা।

গাঁয়ের স্কুল অনেক পথ,

বর্ষায় ব্যর্থ মনোরথ।

শহরেরও আছে বর্ষাকাল

রেইনকোট, ছাতা লাল।

কেউবা যায় রিকশায় চড়ে,

জোরে যখন বৃষ্টি পড়ে।

নেই সেখানে কাদার ভয়,

হোক যত দিন বৃষ্টিময়।

অতি বর্ষায় আরেক ফল

রাস্তাঘাটে জমে জল।

গ্রাম শহরের বর্ষাকাল,

এইতো চিত্র চিরকাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close