মঞ্জুর মোর্শেদ রুমন

  ০৬ জুলাই, ২০১৯

বৃষ্টি পড়ে

রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে

ডাকে কোলাব্যাঙ

সুর উঠেছে নদীনালায়

ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।

বৃষ্টির তালে চড়–ই পাখি

ভিজে হলো একাকার

চুপটি করে ডালে বসে

ডানা ঝাপটায় বারে বার।

বৃষ্টি এসে ছুঁয়ে দিল

গাছগাছালি যত

বাড়ির ধারে পুকুরপাড়ের

কলমি ফুলের মতো।

মুষলধারে বৃষ্টি পড়ে

মাঠে গরু ভিজে

দুষ্ট ছেলে ফুটবল খেলে

লাগে মজা কী যে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close