রুহুল আমিন রাকিব

  ০৬ জুলাই, ২০১৯

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে দৃষ্টি কাড়ে

টিনের চালে নদীর পাড়ে

ঝম ঝমাঝম শব্দ করে

যখন তখন বায়না ধরে।

এইতো কাছে এইতো দূরে

ইচ্ছেমতো দেশটা ঘুরে

মনের সুখে দুপুর ভোরে

থাকে কোথাও কদিন ধরে।

সবুজ ফসল গাছের শাখে

আইলি পথে পাখির ঝাঁকে

শ্যামল মেয়ের নূপুর পায়ে

টাপুর টুপুর পড়ে গায়ে।

কৃষাণ কি বা মাঝির নায়ে

ধোয়া ওড়া কফি চায়ে

বৃষ্টি পড়ে দৃষ্টি কাড়ে

অতীত ডাকে বারে বারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close