আনোয়ারুল হক নোমান

  ০৬ জুলাই, ২০১৯

বাংলার নদী

আমাদের দেশে আছে বহু নদ-নদী

জনপদে এসে তুমি দেখ তবে যদি।

কোলাহলে ভরে রয় স্রোত খায় পাক

রুপালি নদীর বুকে ইলিশের ঝাঁক।

ওই গাঙচিলে মাধুরী বগ শোভাকর

নদী জানে ভালোবাসা নহে কেহ পর।

গরু-মোষ চরে চড়ে সবুজের তীরে

ধসে পড়ে মাটি তার ওই উঁচু পাড়ে।

মোহনায় ছোটে নদী কাশবন ধরে

বুনোহাঁস বাঁধে বাসা নদী বালি চড়ে।

ছল্ছল্ জলধারা কলতান কূলে

রাখাল বাজায় বাঁশি বসে বটমূলে।

চিক্চিক্ করে নদে রোদের কিরণ

এলোমেলো ঝলমল রুপালি বরণ।

তারি মাঝে ভেসে চলে ছোট-বড় নাও

দূর পথ পাড়ি দিয়ে ফিরে নিজ গাঁও।

জেলে সব ধরে মাছ জাল টেনে কষি

ছোট ছোট ছেলেমেয়ে জলে ফেলে বড়শি।

আষাঢ়-শ্রাবণে মেতে নদী থৈ থৈ করে

বিবাহের শুভ দিনে নবোঢ়া না চড়ে।

অজানার পথে চলে স্রোত বেগে ধাই

দুই তীরে বারি নামে অববাহিকায়।

বহু নদে ঘিরে আছে আমাদের দেশ

নদীর সুষমা আনে প্রাণেতে আবেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close