মিনহাজ উদ্দীন শরীফ

  ০৬ জুলাই, ২০১৯

বর্ষা ঋতু

বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে

বাজের ছড়াছড়ি;

আষাঢ় মাসে নৌকা করে

জলে গড়াগড়ি।

শাপলা ভাসে দিঘি ঘিরে

বকটা থাকে তেড়ে;

ঠোঁটের নাগাল মৎস্য পেলে

টপ করে খায় মেরে।

নতুন পানি পেয়ে ব্যাঙ

ডাকে ডোবার পাড়ে;

ঢেউয়ের তালে নদী হাসে

দেখে নয়ন কাড়ে।

বর্ষা ঋতু বাংলার বুকে

বিরাজ করে দুমাস;

হাঁটুপানিতে উল্টেপাল্টে

খেলা করে রাজহাঁস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close