কবির মাহমুদ

  ২৯ জুন, ২০১৯

এলো ফের বর্ষা

কদমের পাপড়িতে এলো ফের বর্ষা,

প্রাণে ফিরে প্রকৃতি হাসে হর্ষা।

কালো মেঘে ছেয়ে যায়, হয় রোদ বৃষ্টি,

বজ্রের ডাকে ডাকে, হয় ঝড় সৃষ্টি।

বৃষ্টিতে সাজে রূপে বৃক্ষরাজি,

মাঠেঘাটে করে সব কর্ম কাজী।

ব্যাঙ ডাকে ঘ্যাং ঘ্যাং, নদী ভরোভর,

বৃষ্টির ধারা বয়ে স্রোতে খরোতর।

পাখিদের কল্লোল জাগে ওই আকাশে

মাঝি ভাই গান গায় ওড়ে পাল বাতাসে।

আম জাম নানা ফল পাকে লটকন,

আনারস কাঁঠালে রসে টনটন।

ঝুমঝুম বৃষ্টিতে শিশু হইচই,

খাল বিল ডোবাতে পানি থই থই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close