মজনু মিয়া

  ২৯ জুন, ২০১৯

আষাঢ়ের মেঘ

আকাশের গায় উথলা বায়

মেঘ ভেসে যায়

দূরে উড়ে ধায়,

থেকে থেকে বিজলির আলো

বারবার চমকায়।

ঝিরিঝিরি ঝরে বারি

খোকাখুকির আড়ি

নামবে জলের পাড়ি

খেলবে জলে জলের কেলি

দিয়ে হামাগাড়ি।

বানিয়ে নেয় কলাগাছ ন্যায়

গেঁথে বুড়া

চালায় ঘোড়া

জলে নেমে নৌকার মতো

টানে গোড়া।

কখনো জল নেমে যায় ঢল

নিয়ে যায় জাল

দৌড়ায় যাই খাল

ধরবে যে মাছ দুহাত দিয়ে

দাঁড়াই খেত আল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close