স্বপন শর্মা

  ১৫ জুন, ২০১৯

বাবার স্মৃতি

বাবা আমার শিক্ষাগুরু

বাবাই প্রথম পাঠ,

বাবার নিকট প্রথম শিখি

চক, পেনসিলে আঁট।

বাবার হাতের আঙুল ধরে

প্রথম হাঁটা শিখি

বাবাই আমার হাতেখড়ি

প্রথম যখন লিখি।

বাবা আমার সহায় ছিল

জীবন চলার বাঁকে

বন্ধুর-পথেই বন্ধুর মতো

পেয়ছিলাম তাকে।

আজকে বাবা থাকেন দূরে

না ফেরার ঐ দেশে,

মন ছুঁয়ে যায় বাবার স্মৃতি

দুচোখে রয় ভেসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close