নাসির উদ্দিন

  ০৮ জুন, ২০১৯

বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

তারই জলে ভিজে ঝুমুর

পায়ে দিয়ে সোনার নূপুর

গোসল সাড়ে হলে দুপুর।

ভারী বর্ষে জেলে কদ্দুর

ডুবে গেলে চারটি পুকুর

মাছ হারিয়ে হয়ে ফতুর

কান্দে এখন পারে যদ্দূর।

গাঁয়ের চাষা জানু দাদুর

পাকা ধান আর কাঁচা মসুর

বৃষ্টির জল হয়ে অসুর

ভাসিয়ে নেয় সামনে চক্ষুর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close