নাহিদ নজরুল

  ০১ জুন, ২০১৯

বিদ্রোহী বীর

চব্বিশে মে বর্ধমানের চুরুলিয়া গাঁয়

বিদ্রোহী বীর কাজী নজরুল মার কোলে জন্মায়।

শিশুকালে ছিল তারই দুখু মিয়া নাম

যদিও সবাই তার নাম জানে নজরুল ইসলাম।

বাবা হারায় দুখু মিয়ার বয়স যখন নয়

মা জননীর আদর যত্নেই লালন পালন হয়!

পরিবারে তখন খুবই অভাব দেখা দেয়

আয় ছিল না একেবারেই কিন্তু ছিল ব্যয়।

যে কারণে লেখাপড়া বাদ দিতে হয় তার

জীবিকার খোঁজ করতে তিনি যায় যে হয়ে বার।

প্রথম কদিন শিশুদেরকে মক্তবে পড়ান

পাশাপাশি দিতেন তিনি মসজিদে আজান।

কিছুদিন পর মগ্ন হয় যে সাহিত্যচর্চায়

সুনাম কুড়ায় গল্প গান আর ছড়া কবিতায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close