কবির মাহমুদ

  ০১ জুন, ২০১৯

বিদ্রোহী নজরুল

ছোট্ট খোকা চলছে একা চুরুলিয়া গ্রামে,

ভোর না হতে জেগে ওঠে মহান প্রভুর নামে।

লেটো দলে ছুটে চলে সকাল সন্ধ্যা রাতে,

নিত্যনতুন স্বপ্ন চোখে জাগে নতুন প্রাতে।

গাছের ডগায় বন বাঁদাড়ে ছুটছে সকাল দুপুর,

নদীর স্রোতে পুকুর জলে করছে ঝামুরঝুমুর।

কখনোবা মসজিদেতে পড়ায় কোরআন সুরে,

সারা বেলা রোদ্র তেজে গ্রাম এলাকা ঘুরে।

দেশের কথা দশের কথা লেখছে হাজার গানে,

গল্প গান আর ছন্দমালায় মিশে আছে প্রাণে।

টানা টানা চোখ দুটো তার মাথায় ঝাঁকড়া চুল,

সেই ছেলেটি প্রাণের কবি বিদ্রোহী নজরুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close