শচীন্দ্র নাথ গাইন

  ০১ জুন, ২০১৯

ঈদের দিনে

মনের মাঝে উপচে পড়া আনন্দ ভরপুর,

বাতাসজুড়ে চলছে যেন মিলনমেলার সুর।

নেই ভেদাভেদ ধনী-গরিব, পর থাকে না কেউ,

হৃদয়জুড়ে বইছে কেবল সাম্য-প্রীতির ঢেউ।

দ্বন্দ্ব-দ্বিধার প্রাচীর ভাঙা, মিলছে বুকে বুক,

বিভেদ ভুলে কাছে টানার অনন্য এক সুখ।

কোরমা-পোলাও-ফিরনি-পায়েস দিচ্ছে করে ভাগ,

মনের মাঝে নেই কারো আজ জমানো ক্ষোভ-রাগ।

খুশির ঝরনা যাচ্ছে বয়ে শান্তি অনাবিল,

পবিত্র ভাব করছে বিরাজ প্রাণে প্রাণে মিল।

ঈদের দিনে মধুর ক্ষণে হোক কালিমা দূর,

অহংকারের মিছে বড়াই যাক হয়ে ভাঙচুর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close